ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি করেছে ওয়ারশ। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। পোল্যান্ডের সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, আমাদের নিজস্ব ও ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু চিহ্নিত ও ধ্বংসের অভিযান জারি আছে। ভূপাতিত বস্তু খুঁজতে সেনা সদস্যরা মাঠে আছেন। পোডলাস্কি, মাযোউইকি এবং লাবলিন অঞ্চল হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পোলিশ সেনাবাহিনী। যে কোনও ঘটনায় তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি আছে জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী লাডিসল কোজিনিয়াক-কামিসয জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছে পোলিশ বিমান এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। পোলিশ কর্তৃপক্ষ ওই হামলার পর...