ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে ৮ হাজার ৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সর্ব মিত্র চাকমা।নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া আলোচিত নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ উপদেশ দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত জিএস ও ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ। এ নিয়ে বুধবার সকালে ফেসবুক টাইমলাইনে সর্বমিত্র চাকমা নিজেই জানিয়েছেন তার অনুরাগীদের। সর্ব মিত্র চাকমা বলেন, “সিনেট থেকে বের হয়ে ফরহাদ ভাইয়ের প্রথম উপদেশ, ‘এতোদিন তোমার পেছনে যারা লেগে ছিল, সেসব এখন অতীত। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।আরো নম্রতার সাথে সবকিছু ডিল করতে হবে।” শিবির সমর্থিত জোটে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় তার সহযোদ্ধা ও ভোটারদের উদ্দেশে নবনির্বাচিত সর্ব মিত্র চাকমা বলেন, আপনাদের ভালোবাসা-দোয়া-আশীর্বাদ আমাকে বিচলিত হতে...