সদর উপজেলার রামরাইল ইউপির মোহাম্মদপুর গ্রামের কৃষক রিপন মিয়া জানান, তারা দুই ভাই মিলে ২০ কানি (৩০ শতকে এক কানি) জমিতে টমেটো চাষ করেছেন। আরও ১০ কানিতে চাষাবাদ করার জন্য প্রস্তুত করছেন। কানি প্রতি টমেটো চাষে প্রায় ১ লাখ টাকা খরচ হয়। খরচ বাদে যদি ভালো ফলন হয় তবে, কানি প্রতি ৮০ হাজার থেকে ১ লাখ টাকা লাভ হবে। টমেটো চাষে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। ওই গ্রামের আরেক কৃষক মো. মহিউদ্দিন জানান, অনুকূল আবহাওয়ার কারণে টমেটোর আবাদ ভালো হয়েছে। এ বছর তিনি ১ কানি জমিতে টমেটো আবাদ করেছেন। আরও ৩ কানি জমি জমি প্রস্তত করছেন টমেটো আবাদের জন্য। তিনি আরও জানান, টমেটো চাষে প্রতি কানিতে প্রায় এক লাখ টাকার মত খরচ হয়। তবে যদি পুরাতন জিনিসপত্র (বাঁশ,...