খুলনা:কাঁচা পাট রফতানিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটশ্রমিকরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে কয়েক শতাধিক শ্রমিক অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের কারণে দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।শ্রমিকরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে কাঁচা পাটকে শর্তযুক্ত পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে। এতে খুলনা অঞ্চলের প্রায় ২৫টি রফতানিকারক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়বে এবং ৩০ হাজারেরও বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।বক্তারা অভিযোগ করেন, “শর্ত মেনে রফতানি সম্ভব নয়। সরকার ইচ্ছাকৃতভাবে কাঁচা পাট রফতানিতে প্রতিবন্ধকতা তৈরি করছে।“ তারা অবিলম্বে কাঁচা পাটকে শর্তযুক্ত তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান।বাংলাদেশ জুট প্রেস অ্যান্ড ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম...