বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মুক্তি পাচ্ছে চরকির নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’। এটির মধ্য দিয়েই প্রথমবারের মতো দর্শকদের জন্য ফ্ল্যাশ ফিকশন নিয়ে এলো ওটিটি প্ল্যাটফর্ম চরকি। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। একে ‘স্লাইস অব লাইফ’ও বলা যায়। ছোট ছোট ঘটনার ভেতর দিয়েই বড় প্রভাব তৈরি হয়।” আলফা–আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই কনটেন্টটি রচনা করেছেন রাবা খান। গল্প, সংলাপ ও চিত্রনাট্যও তার। পরিচালনায় ফিরেছেন সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আরাফাত মোহসীন নিধি। ২০১২ সালে প্রথম ফিকশন নির্মাণের পর এটিই তার দ্বিতীয় কাজ। ‘খুব কাছেরই কেউ’ মূলত এক তরুণ–তরুণীর গল্প, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোয়। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু মুহূর্ত নিয়েই এগিয়েছে কাহিনি। গল্পে দেখা যাবে,...