ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নুকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রাঁসোয়া বাইরুর প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন বাজেট পাস করানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দায়িত্ব লেকোর্নুকে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁটের প্রস্তাব তোলার কারণে সাবেক প্রধানমন্ত্রী বাইরু সমর্থন হারান এবং পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। আরো পড়ুন :লুটপাট-সহিংসতা বন্ধে আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের ৩৯ বছর বয়সী লেকোর্নু এর আগে প্রায় তিন বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাক্রোঁর প্রেসিডেন্ট থাকাকালে তিনি হচ্ছেন সপ্তম প্রধানমন্ত্রী। নতুন দায়িত্ব নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তাকে দেশের...