পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর বাজারে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা এবং ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজিসহ কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন(৪২) কে আটক করা হয়। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাজাঁ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকায় নূরে মদিনা জামে মসজিদ সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা...