যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার চলমান শুল্কবিতর্ক ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই গানের মাধ্যমে তিরস্কার করলেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশাহ।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিউ জার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিকে খোঁচা দিতে গিয়ে গানের মধ্যেই কটাক্ষ ছুড়ে দেন বাদশাহ।‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। তাকে গাইতে শোনা যায়- ‘কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?’ (ট্রাম্প আর কত শুল্ক চান?)।বাদশাহ-র এই গানের লাইনের অংশটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেছেন।প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ...