ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বি। তিনি আজ বুধবার তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ভোটারদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। গতকাল মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সানজিদা। এই পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সানজিদা সর্বোচ্চ ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সানজিদার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসাইন খান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট। অর্থাৎ সানজিদা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৫৮৯ ভোটের ব্যবধানে জিতেছেন। ঢাকা...