ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলের পর নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে সকলকে সাথে নিয়ে মিলেমিশে কাজ করতে নতুন নেতৃত্বকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ (বুধবার) আন্দোলনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন দেশের শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘদিনের ভোটাধিকার লড়াই ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদও জানিয়েছে। সংগঠনটি বলেছে, নতুন নির্বাচিত নেতারা যেন দায়িত্ব পালনে ইনসাফ কায়েম রাখেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কাজ করেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ডাকসুর সফলতা...