নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন করেন। এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা তখন প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেছিলেন। কিন্তু এরপর থেকে খালি জায়গা নামে-বেনামে দখল হতে থাকে। ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্মাণের কাজ করছে। তাদের দাবি, যাত্রী চাউনি নির্মাণের নামে পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র...