মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার আগে তারা কাতারের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিল। তবে উপসাগরীয় দেশটি এই দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এমন এক সময় এ বিবৃতি দিয়েছে, যখন কাতারের রাজধানী দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পেরিয়ে গেছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের কাছে দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিল, ইসরায়েল হামাসের ওপর হামলা চালাচ্ছে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহার একটি অংশে অবস্থিত ছিল। লেভিট দাবি করেন, ‘কাতারের মতো একটি সার্বভৌম এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশের ভেতরে একতরফা বোমা হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণে সহায়ক নয়। তবে হামাসকে নির্মূল...