দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনের মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুইডেনের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী এলিসাবেত লান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির নেত্রী এব্বা বুশের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ৪৮ বছর বয়সী লান। সে সময় হঠাৎ করেই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অন্য এক কর্মকর্তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার সময় হঠাৎ তিনি সামনের দিকে ঝুঁকে স্বচ্ছ লেকটার্নের ওপর পড়ে যান এবং পরে মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গেই এব্বা বুশ দৌড়ে তার কাছে যান। অন্য কর্মকর্তারা ও সাংবাদিকরাও সাহায্যে এগিয়ে আসেন। কয়েক মুহূর্ত তিনি অচেতন ছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে সহায়তা করেন। কিছুক্ষণ পরেই লান পুনরায় সংবাদ সম্মেলনে ফিরে এসে ঘটনাটি ব্যাখ্যা করেন। তিনি সাংবাদিকদের বলেন, এটা...