ভারতের এশিয়া কাপ মিশন শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তির বিচারে বিশাল পার্থক্য দুই দলের। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আসর। এই ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের পর গত এক বছরে ব্লু আর্মিরা আছে দারুণ ছন্দে। এশিয়া কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার তারাই। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা তাই মাঠে নামবে ফেভারিট হিসেবে। ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে সেটি নামেই, পুরো টুর্নামেন্টই আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। দুটি দেশ আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে রাত সাড়ে ৮টায়। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এর আগে মাত্র একবার দেখা হয়েছে ভারতের। ২০১৬ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের সেই ম্যাচে সহজেই জয় পায় ভারত। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ৮২ রানের লক্ষ্য...