১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম মানিকগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করা, একমুখী প্রকৌশলী শিক্ষাব্যবস্থা চালু, উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলীর পদোন্নতিসহ ৭ দফা দাবি জানানো হয়। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক। অনুষ্ঠানে সদস্য সচিব ও এনপিআই'র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মো. দবিরুল, গণপূর্ত...