সাবেক সমন্বয়কদের নেতৃত্বে রাকসুতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাবি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে ভিপি, জিএস, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়ক।আজ বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। স্লোগান দেওয়া হয়েছে, ‘শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্রেও অঙ্গিকার’।এতে সহ-সভাপতি পদে লড়বেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।প্যানেল ঘোষণার ব্যাপারে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা দল, মত, মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। স্বতন্ত্র জায়গা থেকে যারা যোগ্য, তাঁদের নিয়ে আমরা এই প্যানেল...