নেপালের রাজধানী কাঠমান্ডু জুড়ে টহল দিচ্ছে দেশটির সেনাবাহিনী। কয়েক দশকের মধ্যে গত কয়েকদিন ধরে নেপালে ব্যাপক বিক্ষোভ ও সহিসংতার পর শহরজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। খবর বিবিসিসরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে শুরু হওয়া বিক্ষোভ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ আকার ধারণ করে। বিক্ষোভকারীরা সরকারি বাসভবন ও পার্লামেন্টে হামলা চালানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের মারধর করেন। এমন পরিস্থিতির মধ্যে চাপে পড়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।বিক্ষোভের আহ্বান জানানো ‘জেন জি’ বর্তমান পরিস্থিতি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা দাবি করেছে, যে উদ্দেশ্যে বিক্ষোভ শুরু হয়েছিল তা বিরোধীপক্ষ ও সুবিধাবাদীরা হাইজ্যাক করে নিয়ে গেছে।বুধবার রাজধানী কাঠমান্ডুতে শান্ত পরিবেশ দেখা গেলে পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া উড়তে এবং রাস্তার পাশে পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত...