১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম প্রবাদে আছে ‘বিল দেখতে চলন, গ্রাম দেখতে কলম’। ষড়ঋতুর এই দেশে চলনবিল যেন প্রকৃতির এক বহুরূপী ক্যানভাস। ঋতুর পালাবদলে এর চেহারাও বদলায়। বর্ষায় এ বিল হয়ে ওঠে সৈকতের মতো বিশাল জলরাশির আধার, আর সেই রূপেই যেন ফেরে এর প্রকৃত জৌলুস। বর্ষা মৌসুমে চলনবিল ভরে ওঠে অথই পানিতে। উথালপাথাল ঢেউয়ের সঙ্গে মিশে যায় আকাশের রং। শরতে যোগ হয় অপূর্ব সবুজের সমারোহ, হেমন্তে সোনালি ধানের সুবাসে মেতে ওঠে পুরো অঞ্চল। শীতে হলুদ-সবুজে মোড়া মাঠ আর প্রকৃতির নিস্তব্ধতা, আর গ্রীষ্মে পানির সংকটে রুক্ষ চেহারা চলনবিল যেন এক পরিবর্তনশীল কবিতা। চলনবিলের মূল আকর্ষণ বর্ষাকালে নৌভ্রমণ। বিশাল জলরাশি আর নানারকম জলজ প্রাণীতে সমৃদ্ধ এই বিল প্রতি বছরই ভ্রমণপিপাসুদের টেনে আনে। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যে...