ফ্রান্সের প্যারিস এবং আশেপাশের শহরতলীর অন্তত নয়টি মসজিদের বাইরে শূকরের মাথা পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে অন্তত পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম লেখা ছিল।হামলার পেছনে কে বা কারা থাকতে পারে কর্তৃপক্ষ তা জানায়নি, তবে মুসলিম দেশটির জনগণের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম রয়েছে, ৬০ লাখেরও বেশি। তাদের জন্য শুয়োরের মাংস খাওয়া নিষিদ্ধ।স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ সাংবাদিকদের বলেন, ‘আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক।’প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানান, তিনি ফ্রান্সকে অস্থির করার জন্য ‘বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা’ উড়িয়ে দিতে পারেন না। কেননা দেশটি এখন আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে।প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্যারিসের মসজিদের বাইরে চারটি এবং রাজধানীর উপকণ্ঠে পাঁচটি শূকরের মাথা পাওয়া গেছে।ঘটনার পর প্যারিস পুলিশের একটি ইউনিট...