রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামের নতুন একটি প্যানেল ঘোষণা করেছেন সাবেক সমন্বয়করা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব এই প্যানেল ঘোষণা করেন। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের ১৮টিতে মনোনয়ন দিয়েছে এই প্যানেল। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল। মেহেদী, আম্মার এবং তালেব জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মো. মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম মোহন,...