ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের (সিএইউ) বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্থাটি খেলোয়াড়দের জন্য কলা কেনার খাতেই ব্যয় দেখিয়েছে ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ২০ হাজার টাকা প্রায়! এই অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট (এইচসি)। সম্প্রতি দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ কয়েকজন এ বিষয়ে আদালতে একাধিক রিট আবেদন করেছিলেন। তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিস্তর অনিয়ম উঠে এসেছে। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মনোজ কুমার তিওয়ারির একক বেঞ্চ এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো বিসিসিআইয়ের অধীনস্থ। নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিএইউ টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারি বরাদ্দ থেকে প্রায় ১২ কোটি রুপি খরচ দেখিয়েছে। এর মধ্যে শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট ফি বাবদ খরচ হয়েছে ৬.৪ কোটি রুপি। টুর্নামেন্ট ও...