ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, জিএস হিসেবে আমার বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়। এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের অর্জন নয়।এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে অর্পিত একটি আমানত। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এস এম ফরহাদ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজ থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যতদিন আমি ব্যক্তিগতভাবে দায়িত্বে থাকব, ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। যদি আমি আমার পথচলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে...