সেলিমা রহমান বলেন, ‘ডাকসু নির্বাচনে কেন, কী হয়েছে, এটা বিশ্লেষণের ব্যাপার। পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে। এখনো স্বৈরশাসকের দোষররা আমাদের পাশে রয়ে গেছে। ডাকসু নির্বাচনে আমরা কিছুটা আশাহত হয়েছি। এটা আমাদেরকে একটা সংকেত দিল। এই কারণে আমরা সাবধান হয়ে গেলাম। আমাদেরকে কাজ হরতে হবে, সচেতন হতে হবে।’ বিএনপির এই নেত্রী বলেন, ‘আওয়ামী দোসরদের নিয়ে যারা কাজ করছে অতীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য যারা শুধুমাত্র কোনরকম সংগ্রামে ছিল না তারা আজকে যে খেলা খেলছে সেই খেলা ধরা পড়ে গেছে। এখন আমাদের জন্য অনেক সহজ হলো কারা এবং কীসের জন্য, কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা...