রাজশাহীর পুঠিয়া উপজেলায় গলায় গামছা প্যাঁচানো এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কান্দ্রা এলাকার একটি কলা বাগানে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।আরো পড়ুন:নিখোঁজের ৮ দিন পর অটোচালকের লাশ উদ্ধারপঞ্চগড়ে হত্যার তদন্তে ৮ মাস পর লাশ উত্তোলন মারা যাওয়া ভ্যানচালকের নাম মো. সোহেল (২৪)। তার বাড়ি পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামে। বাবার নাম লিলতাব হোসেন। লিলতাব হোসেন জানান, গতকাল মঙ্গলবার সোহেল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরেন। রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাজারে যান। রাত সাড়ে ৯টায় ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। রাতে সোহেল আর বাড়ি ফেরেননি।...