কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, নিহতরা হলেন সারভান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫)। তারা একই গ্রামের বাসিন্দা বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারভান সরদার। গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন...