দুদিনের ব্যবধানে বদলে গেছে নেপালের সার্বিক পরিস্থিতি। আন্দোলনের মুখে পতন ঘটেছে সরকারের। থমথমে পরিস্থিতি দেশটিতে। দুর্ভাগ্যবশত, এই সময়ে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আটকে গেছে সহিংস পরিস্থিতির মধ্যে। গত দুদিন ধরে হোটেলে একপ্রকার বন্দি হয়ে আছে দল। এমন অবস্থায় দেশে ফিরতে পারছে না বাংলাদেশ দলের ফুটবলাররা। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় কবে নাগাদ ফিরবে, সেটিও অনিশ্চিত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এনটিভি অনলাইনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। এই প্রতিবেদককে আমের খান বলেন, ‘তাবিথ সাহেব (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল), ক্রীড়া উপদেষ্টা ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে আজকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু, এখানকার (নেপাল) এয়ারপোর্ট ও ইমিগ্রেশন তো বন্ধ। বাস্তবতা মানলে আজ আসলে ফেরাটা অসম্ভব। একটা কিছু ব্যবস্থা হলে আমরা জানিয়ে দেব।’...