রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনে যুদ্ধ থামানোর জন্য চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প। আলোচনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিবিসি-কে একথা জানিয়েছেন। রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেইনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ-কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প। আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন। চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয়...