টাঙ্গাইলের ভূঞাপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমিটির অভাবে এখন কার্যত নিস্ক্রিয় হয়ে আছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড চত্বরে ভবনটি সগৌরবে দাঁড়িয়ে থাকলেও অব্যবস্থাপনা, যথাযথ ব্যবহার ও তদারকির অভাবে দিন দিন হারাচ্ছে জৌলুস। দেয়াল থেকে খসে পড়ছে রং, কোথাও কোথাও জায়গা করে নিয়েছে আগাছা। ২০১৬ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাকি এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণ কাজ শুরু করে। ২ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে ২০১৬ সালের ২৫ মে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়াকে আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করা হয়। হস্তান্তরের প্রায় এক দশক পরও ব্যবহার না করায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে...