কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ দিয়েছে নতুন এক প্রতিদ্বন্দ্বী। এবার কম খরচে এআইনির্ভর মডেল চালু করল সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এক ঘোষণায় দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক গবেষণার জন্য পরিচিত ইউনিভার্সিটি ‘মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এমবিজেডইউএআই বলেছে, ওপেনএআই ও ডিপসিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন ও কম খরচের এক রিজনিং বা যুক্তিভিত্তিক এআই মডেল চালু করেছে তারা। এর আগে এ বছরের শুরুতে ‘আর১’ নামের একটি যুক্তিভিত্তিক মডেল প্রকাশ করে চীনা কোম্পানি ডিপসিক। ওই সময় কোম্পানিটি দাবি করেছিল, অনেক কম খরচে প্রশিক্ষণ দিয়ে তৈরি তাদের এ এআই মডেলটি ওপেনএআইয়ের চেয়ে ভালো কাজ করতে পারে। কেবল তিন হাজার দুইশো প্যারামিটার নিয়ে এমবিজেডইউএইআই-এর তৈরি মডেলটির নাম ‘কে২থিংক’, যেটি ওপেনএআই ও ডিপসিকের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন মডেলের চেয়ে আকারে অনেক ছোট। মডেলটি আলিবাবার...