ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সবচেয়ে জমজমাট মঞ্চ এশিয়া কাপ। এই আসরে সর্বোচ্চ ১৪বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। চলতি আসরে তারা আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। এখন পর্যন্ত ৬বার এশিয়া কাপের শিরোপা জিতেছে লঙ্কানরা। তাই এই আসরটি যেন তাদেরই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও মনে করেন, এশিয়া কাপে যেন একচ্ছত্র রাজত্ব করছে শ্রীলঙ্কা। রসিকতা করে তিনি বলেছেন, এশিয়া কাপের নাম পরিবর্তন করে ‘শ্রীলঙ্কা কাপ’ রাখা যেতে পারে। এআরওয়াই স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এশিয়া কাপের নাম পরিবর্তন করে “শ্রীলঙ্কা কাপ” রাখা উচিত। তারা ১৪ বার ফাইনাল খেলেছে। ফাইনালে তো পৌঁছায়, তাই না? সোজা কথা, এশিয়া কাপের জায়গায় শ্রীলঙ্কা কাপ।’ একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক...