প্রেম হলো একধরনের আকর্ষণ, ভালো লাগা ও মানসিক সংযোগ; একজন মানুষ যা আরেকজনের প্রতি অনুভব করে। প্রেম মানসিক শান্তি দেয়, মানুষকে আত্মবিশ্বাসী করে। তবে সব প্রেমই কিন্তু এক রকম নয়। ভারতীয় লাইফ কোচ জয় শেঠি সম্প্রতি এক পডকাস্টে প্রেমে বিদ্যমান তিন ধরনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। চলুন সেই তিন ধরনের প্রেমের কথা পড়া যাক। এই লাইফ কোচের মতে মূলত তিন ধরনের প্রেমের দেখা মেলে। এই সম্পর্ক মাদকতাময়, উজ্জ্বল ও প্রবল। এ প্রেম হঠাৎ করে জ্বলে ওঠে, আবার দ্রুতই ফুরিয়ে যায়। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যার জীবনে গোপনে হোক বা প্রকাশ্যে অন্তত একবার এমন প্রেম আসেনি! সাধারণত কৈশোরের শেষে কিংবা যৌবনের শুরুতে অনেকের জীবনে এমন প্রেম আসে। সে সময় অনেকে অপ্রতিরোধ্য পতঙ্গের মতো হয়ে ওঠে। পুড়তে হবে নিশ্চিত জেনেও...