কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সারফান সরদার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান কাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সারফান সরদার বাগুয়ান গ্রামের মৃত হামেশ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারফান সরদার ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দৌলতপুর...