ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। বিপুল ভোটে জয়ী হয়ে তিনি বলেছেন, এই নির্বাচন আসলে কোনো প্রার্থী বা দলের জয়–পরাজয়ের নয়; এটি শিক্ষার্থীদের জয়, জুলাই প্রজন্মের জয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা এবং সর্বোপরি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই বিজয়ী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করব।” সাদিক কায়েম ভোটে পেয়েছেন ১৪ হাজার ৪২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির–সমর্থিত এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে সাদিক কায়েম শহীদ আবরার ফাহাদসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন।...