বাজার কমিটির সহ-সভাপতি খোকন আহমদ বলেন, এই জমি জুয়েল আহমদের পরিবারের। বাজার কমিটি বসে আতাউর রহমানকে দেয়াল সরিয়ে নিতে বলেছেন, কিন্তু তিনি কথা দিয়েও কথা রাখেনি। আতাউর এভাবে জমি দখল করে অন্যায় করেছেন।এরোয়াখাই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, এটা পরিষ্কার দখল। এনসিপির নাম ভাঙিয়ে তিনি (আতাউর) এলাকায় নানাভাবে মানুষকে হয়রানি, দখল ও চাঁদাবাজি করছেন। কিছুদিন আগে বাজারে নৌকাঘাটও তার লোকজনকে দিয়ে দখল করে নিয়েছেন।এছাড়া দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ফরিদ আহমদ নামে এক ব্যক্তি সম্প্রতি এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর কাছে আতাউর রহমানের বিরুদ্ধে নৌকাঘাট দখল ও চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান। তার দাবি, আওয়ামী লীগের দোসররা তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, বাজারে আমি কিছু জমি কিনেছি, কিন্তু দখল নেই। এখন...