এশিয়া কাপে দলগুলির সম্ভাবনা, শক্তি-সামর্থ্য, ঘাটতি, সবকিছুর বিশ্লেষণ করছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। তুলে ধরছিলেন নানা দিক। এক পর্যায়ে ভারতের স্পিনিং গ্রেট বললেন, “আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে?” এশিয়া কাপের প্রতিদ্বন্দ্বিতার মান নিয়েই কথা বলছিলেন অশ্বিন। আট দলের আসর হলেও এই টুর্নামেন্টে শিরোপার লড়াই আদতে ততটা তীব্র নয় বলেই মনে করেন সাবেক ভারতীয় স্পিনার। প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়াতে একটি পরামর্শও দিলেন অশ্বিন। “তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো-এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত ‘এ’ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।” আফগানিস্তানের উত্থান ও তাদের ধারাবাহিকতায় এশিয়া কাপের লড়াইয়ের মান বেড়েছে বলে মনে...