শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রাম কুমার পৌদেল। তাদের পদত্যাগের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে। খবর এনডিটিভি ওয়ার্ল্ডের। মঙ্গলবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিছু গোষ্ঠী এ পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, হামলা এবং সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে। তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে আন্দোলনকারীরা যেন সহিংসতা থামিয়ে আলোচনায় আসেন। আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য, জনগণ, সম্পদ এবং বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষা করতে হবে। আরো পড়ুন :বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে দুই দিনের আন্দোলনে নেপালে ব্যাপক সহিংসতা হয়। ৮ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জন নিহত এবং শতাধিক...