যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক বসানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ওপর চাপ বাড়াতে দেশটির সবচেয়ে বড় দুই তেল ক্রেতাকে লক্ষ্য করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের এক বৈঠকে টেলিফোনে যোগ দিয়ে ট্রাম্প এ আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনায় এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত। কিন্তু আমাদের ইউরোপীয় অংশীদাররা এগিয়ে আসলেই কেবল এটা করা সম্ভব। অন্য এক কর্মকর্তা জানান, ইইউ যদি বেইজিং ও দিল্লির ওপর শুল্ক বাড়ায়, তাহলে ওয়াশিংটনও একই কাজ করবে। নতুন শুল্ক আরোপ করা হলে ভারত ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক গুণ বেড়ে যেতে...