ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তবে একই পদে তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন, যা তাদের নিজেদেরই ভোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, ভিপি পদে মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক নিজেদের ভোট ছাড়া আর কারও সমর্থন পাননি। ভিপি নির্বাচিত সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়ী হন। তার...