ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হোসাইন অভিযোগ করেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে ১০ (সেপ্টেম্বর) বুধবার সকালে ভালুকায় সেভেন স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে তিনি সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান সামছুল হোসাইন বলেন,“গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এতে জনমনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। বিষয়টির সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি।”তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগস্টের গণআন্দোলনের পর যখন দেশের...