১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম বাগেরহাটের ৪ আসন থেকে ১টি কমিয়ে ৩টি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টায় জেলার প্রবেশদ্বার গুলো বন্ধ করে দেয়া হয়েছে। এতে খুলনা-ঢাকা, খুলনা-পিরোজপুর, খুলনা-মংলাসহ দূর পাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সরকারী-বেসরকারী অফিস, আদালত, দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেডসহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। এ রাস্তা দিয়ে রিক্সা-ভ্যানও চলতে দেয়া হচ্ছে না। মোড়ে মোড়ে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করছে হরতাল পালনকারীরা। হরতালকারীরা বলছেন, গুরুত্ত্বপূর্ন এই জেলার একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন বাগেরহাটবাসীর সাথে বৈষম্যমূলক আচারণ করেছে। এই আসন বাগেরহাটে ফিরিয়ে দিতে হবে। সরকার যদি তাদের দাবী মেনে না নেয়, তাহলে আরো কঠোর কর্মসূচী...