১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। কাতারে ইসরায়েলি হামলা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের আহ্বান আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি তৈরি করেছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সাধারণ মনোভাবের কারণে এই ঊর্ধ্বগতি সীমিত পর্যায়ে থেকে যায়। বুধবার (১০ সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে তেলের দামের এ পরিবর্তন লক্ষ্য করা যায়। মূলত কাতারে ইসরায়েলি হামলার কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং তার সঙ্গে ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান মিলিয়ে বাজারে চাপ সৃষ্টি হয়। এর ফলেই বিশ্ববাজারে দামের ওঠানামা শুরু হয়। এদিন ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৭ ডলার। একই সময়ে...