১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম ভোলার জেলা জজ এ এইচ এম মাহমুদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের অভিযোগ, সংবাদে অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা চলছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল...