এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।” সংখ্যাগুলো ছাত্রদলের প্যানেলে ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীর ব্যালট নম্বর বলে জানা যায়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন দেওয়া আইনত নিষিদ্ধ হলেও এমন পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে। নিজের ও থানার ফেসবুক আইডি থেকে...