তাইজুল ইসলাম গত রাতে ইতিহাসই গড়েছেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০তে দল পেয়েছেন। তিনি আসছে মৌসুমে খেলতে চলেছেন ডারবানস সুপার জায়ান্টসে। টুর্নামেন্টটির চতুর্থ আসরের নিলাম হয়েছে গত রাতে। জোহানেসবার্গে অনুষ্ঠিত এই নিলামে তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড বা প্রায় ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে ডারবানস। এই নিলাম থেকে তাইজুলের দল পাওয়াটা গুরুত্ববহ আরও একটা কারণে। এই নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সেখানে তাইজুল ছাড়াও ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তাদের কেউই অবশ্য দল পাননি। মোস্তাফিজুর রহমানকে তাও নিলামে তোলা হয়েছিল, বাকিদের...