কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। অভিযানে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে কাজ করছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’ বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় সাড়ে ৯টার দিকে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। টহল দলের চার সদস্য সাহসিকতার সঙ্গে চোরাকারবারিদের...