বাংলাদেশের ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে বিশ্বের বৃহত্তম বি-টু-বি ই-কমার্সের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম আলিবাবা.কম। ২৪তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো-২০২৫ আয়োজনে দেশের এসএমই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে টেক্সটাইল, পাট ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের, আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির সুযোগ দেখতে আলিবাবা স্টলে আমন্ত্রণ জানিয়েছে। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর এক্সপোর বিটি১৭ই ও বিটি১৭এফ নং স্টলে উপস্থিত থাকবে বিশ্বের বৃহত্তম ইকমার্স প্ল্যাটফর্ম আলিবাবা.কম। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলিবাবা.কম বিশ্বব্যাপী ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং পণ্য সংগ্রহ, সরবরাহকারী যাচাই, অনলাইন অর্ডার, পেমেন্ট, ডেলিভারি এবং বিক্রয়োত্তর সহায়তার জন্য এআই নির্ভর সমাধান প্রদান করে। এই এক্সপোতে আলিবাবা.কম স্থানীয় এসএমই ব্যবসায়ীদের রপ্তানির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে, বিশেষ করে ওয়েস্টার্ন হলিডে’র আগে যা আন্তর্জাতিক ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আলিবাবা.কম-এর হেড অফ...