ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।জুমা লিখেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের। তিনি এই বিজয়কে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে ব্যাখ্যা করেছেন।প্রসঙ্গত, ফাতেমা তাসনিম জুমা এই পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং...