তিনি বলেন, “সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।” সোমবার রাত ২টার দিকে ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড ওসি মোজাফ্ফরের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। তাতে ক্যাপশনে লেখা হয়, ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তা এটা করতে পারেন কি-না? পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। আলোচনা-সমালোচনার মধ্যেই ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার...