নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক আহসান হাবিবের (২১) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারী প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে ২৩ দফা দাবি আদায়ের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে শ্রমিক আহসান হাবিবকে হত্যা এবং ৯ জনকে আহত করে। এই হত্যা শুধু হত্যাই নয়। ওই পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, শ্রমিকদের নায্য দাবি বাস্তবায়ন না করে তাদের ওপর যেন নির্যাতন চালানো না হয়।’ বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে শ্রমিকদের ওপর অন্যায় করা হয়েছে, ঠিক এখনও একই...