বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের পথ ধরে সংগীতে আসেননি তার দুই সন্তান। ভিন্ন পেশা বেছে নিয়েছেন ছেলেমেয়েরা। কেন তারা গানের জগতে নেই, সেই কারণ জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীত জীবন, সংগ্রাম, সাফল্য এবং স্মৃতিকথায় নির্মাণ করা হয়েছে বিশেষ ডকুফিল্ম ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমীন’। গেল ৪ সেপ্টেম্বর এই গায়িকার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগের দিন ডাকুফিল্মটি চ্যানেল আইয়ে প্রচার হয়। সেই ডাকুফিল্মের কিছু ছোট ছোট ভিডিও ফেইসবুকে ঘুরছে। তেমনই একটি ভিডিওতে সন্তানরা কেন গানে আসেনি তা নিয়ে কথা বলেছেন সাবিনা ইয়াসমিন। সাবিনা বলেছেন তার এক ছেলে এবং এক মেয়ে। মেয়ে ফায়রুজ বাঁধন থাকেন দেশেই, কাজ করেন একটি ব্যাংকে। “সে টুকটাক গান করে, তেমন গায় না। সময় পায় না বলে গান করে না।” আর লন্ডন প্রবাসী ছেলে মো. রাফি হোসেন...